দামি হতে চলেছে বিমান যাত্রা, এয়ার টার্বাইন ফ্লু’য়ের দাম বৃদ্ধি হল আরও একবার

বিমানে যাত্রা করছেন বা করার পরিকল্পনা করে থাকলে অবশ্যই বড় খবর সেই সমস্ত যাত্রীদের জন্যে । জেট ফুয়েল অর্থাৎ এয়ার টার্বাইন ফ্লু’য়ের দাম আরও একবার বৃদ্ধি হল। দেশের সবথেকে বড় তেল সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন আজ অর্থাৎ ১৬ মে , সোমবার থেকে জুট ফুয়েলের দাম ৬,১৮৮ টাকা প্রতি কিলোলিটারে বৃদ্ধি করেছে।

নতুন এই দাম আগামী ৩১ মে পর্যন্ত লাগু থাকবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে জেট ফুয়েলের দাম বাড়লেও আজ সোমবার পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি।

টিকিটের দাম বাড়তে পারে-
জেট ফুয়েলের দাম বৃদ্ধি বিমানে যাত্রাকে আরও দামি করে তুলতে পারে। বিশ্বের বাজারে ক্রমশ ক্রুড ওয়েলের দাম বৃদ্ধি পাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে এই নিয়ে ১০ বার বাড়ল এই ফুয়েলের দাম। যাতেই মধ্যবিত্তের আয়ত্তের বাইরে যেতে পারে বিমান সফর। এমনটাই মনে করছেন অর্থনীতির কারবারীরা। ইতিমধ্যে টিকিটের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

এই বছর জেট ফুয়েলের দামে প্রায় ৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে গিয়েছে। ১লা জানুয়ারি ২০২২ থেকে এটিএফের দাম ৪৬ হাজার ৯৩৮ টাকা প্রতি কিলোলিটারে বৃদ্ধি পেয়েছে। ১লা জানুয়ারি জেট ফুয়েলের দাম ৭৬ হাজার ০৬২ টাকা প্রতি কিলোলিটার থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ১,২৩ লাখ টাকা প্রতি কিলোলিটারে।

মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ
ইতিমধ্যে পেট্রোল-ডিজেলের দাম ১১০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় সমস্ত জিনিসের দাম বাড়ছে। এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে। আর এর মধ্যেই ফের একবার আরও দামি হতে পারে বিমান যাত্রা। এই অবস্থায় ক্ষোভ বাড়ছে সরকারের উপর। যদিও পুরো বিষয়টি ইউক্রেন যুদ্ধের উপরেই দায় চাপাচ্ছে সরকার

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy