থাইল্যান্ডে আটকে পড়েছিলেন ভারতীয় যুবক, বাড়ি ফেরালেন ‘রবিনহুড’ সোনু সুদ

শুধু অভিনেতা হিসেবে নন, ভক্তদের বিপদে পাশে থেকে বার বার শিরোনামে আসেন সোনু সুদ। ভক্তরাও ইদানীং বিপদে পড়লে তাকেই স্মরণ করেন। এবার বিদেশে আটকে পড়া এক ভক্তকে ঘরে ফেরালেন তিনি।

ভুয়া চাকরির প্রস্তাব পেয়ে থাইল্যান্ড গিয়ে প্রতারনার শিকার হন ভারতের নাগরিক সাহিল খান। সব হারিয়ে থাইল্যান্ড থেকে ভারতে ফেরার জন্য বিমানের টিকেট করতে গিয়েও বিপাকে পড়েন তিনি। কিছুতেই পাচ্ছিলেন না টিকেট। উপায় না পেয়ে সোনু সুদকে মেসেজ দেন তিনি। লিখেছেন, ‘থাইল্যান্ড থেকে কোনোভাবে বের হতে পারছি না স্যার। প্লিজ সাহায্য করুন।’

ভক্তের মেসেজ পেয়েই বিমানের টিকেট কেটে সাহিলকে পাঠিয়ে দেন অভিনেতা। সঙ্গে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে দেখা হওয়ার পালা।’

ভারতে পৌঁছে সেই ভক্ত সোনু সুদকে ধন্যবাদ দিয়ে আরেকটি পোস্ট করেন। সেখানে সোনু লিখেছেন, ‘আপনি আমার ভাই, তাই সাহায্য করেছি।’

সামাজিক মাধ্যমে এই ঘটনা এবং টিকেটের ছবি প্রকাশ্যে আসলে ভক্তদের ভালোবাসা ও শুভকামনায় ভরে ওঠে কমেন্ট বক্স।

করোনাকালে মানুষের পাশে ‘সুপারহিরো’র মতো ছিলেন সোনু। বিভিন্ন রাজ্যে আটকে পড়া বহু পরিযায়ী শ্রমিককে নিজ দায়িত্বে ঘরে ফিরিয়েছেন তিনি।

সূত্র: ফিল্মি বিট

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy