‘তুমি আমার হিরো’- প্রেমিকের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিলেন ঋতাভরী

টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বেশ কিছু দিন আগে জানিয়েছিলেন, তিনি প্রেম করছেন। তার প্রেমিক নাকি মুম্বইয়ের বাসিন্দা। ‘বহুরূপী’ ছবির গান মুক্তির অনুষ্ঠানে নিজেই সে কথা স্বীকার করেছিলেন। কিন্তু কে তিনি, কী তার পরিচয় সেসব খোলাসা করতে চাননি। 

এবার আলোর উৎসবে নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন ঋতাভরী। জল্পনা বেশ কয়েক দিন ধরেই চলছিল। মনোবিদ চিকিৎসকের সঙ্গে প্রেম ভাঙার পর নাকি মুম্বাইয়ের খ্যাতনামা এক লেখকের সঙ্গে প্রেম করছেন তিনি। এবার সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমিক সুমিত অরোরার সঙ্গে ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে শুধু লেখা, ‘শুভ দীপাবলি’। সুমিত অরোরা শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাদ’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপ তিনি লিখেছেন।

২০২৩ সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিক ভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও ‘বেবি’ বলে সম্বোধন করেছেন, কখনও লিখেছেন, ‘তুমি আমার হিরো’। যদিও এক সময় মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিপুল আলোচনা হয়।

সেই সম্পর্ক যখন প্রায় বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় অভিনেত্রী জানান, বিয়ে নয়। তিনি কাজে মন দিতে চান। তাই চিকিৎসকের সঙ্গে প্রেম ভেঙে যায় তার। কিন্তু সম্পর্কে কোনও তিক্ততা রাখেননি তিনি, বরং বন্ধুত্ব রেখে দিয়েছেন যত্নে। এবার অতীতকে পিছনে ফেলে নতুন প্রেমের সফর শুরু করছেন ঋতাভরী।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy