ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় দুই নারীকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করেছে একদল দৃর্বৃত্ত। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, তিন পুরুষ মিলে দুই নারীকে লাথি, কিল-ঘুষি মারতে থাকেন। এর মধ্যে একজনকে একের পর এক চড় ও আরেকজনকে ব্যাগ হাতে মারতে দেখা যায়। এছাড়াও পেছন থেকে এক পা দিয়ে লাথি মারতে থাকেন আরেকজন।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বাড়বকুণ্ডের নামার বাজার এলাকায় কিছু স্বর্ণ দোকানে বন্ধক রাখতে যান দুই নারী। ওই সময় তাদের প্রতারক বলে সন্দেহ করেন স্বর্ণ দোকানি। পরে দোকানির সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানিসহ কয়েকজন পুরুষ মিলে দুই নারীকে মারধর শুরু করেন।
এদিকে, এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই নারীকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ভিডিওটি দেখেছি। এটি অমানবিক ঘটনা। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।