তাজমহলের সেই ২২টি ‘গোপন কুঠুরির’ ছবি প্রকাশ,ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তাজমহলের নিচের ‘২২টি তালাবন্ধ ঘর’ খোলার আবেদনের পর সোমবার সেই গোপন কুঠুরিগুলোর ছবি প্রকাশ করেছে আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই।
এর আগে, ভারতের ভারতের হিন্দুত্ববাদীরা তাজমহলের নিচের ‘২২টি তালাবন্ধ ঘর’ খুলতে আদালতে আবেদন করেছিলেন।

ছবি প্রকাশের পর এএসআই কর্মকর্তারা জানান, কুঠুরিগুলোতে কোনো গোপনীয়তা নেই। এগুলো মূল কাঠামোর অংশমাত্র। শুধু তাজমহল নয়, এমন কুঠুরি অনেক যুগের স্থাপত্যেই রয়েছে বলেও জানানো হয়েছে ভারতের ওই পুরাতত্ত্ব বিষয়ক সংস্থার পক্ষ থেকে। উদাহরণ হিসেবে বলা হয়েছে দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কথা।

তাজমহল রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত এএসআই’র ‘আগরা সেল’ জানান, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যমুনা নদীখাত লাগোয়া ঐ ভূগর্ভস্থ ঘরগুলোতে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল। সে সময়ই ছবিগুলো তোলা হয়। প্রকাশিত চারটি ছবি গত ডিসেম্বরে তোলা হয়েছিল।

হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, তাজমহল মূলত ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দির। বিজেপির অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ এএসআই’র বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবিতে ভারতের ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন।

পাশাপাশি তাজমহলের ভেতরে দীর্ঘদিন তালাবন্ধ ঐ ২২টি ঘর খোলারও দাবি জানান তিনি। গত ১২ মে সেই আবেদন খারিজ করে দেয় ভারতের হাই কোর্ট।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy