রাশিয়ার উৎপাদিত তরল সার নিয়ে একটি ট্যাংকার জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে। জাহাজটি দুই-তিন দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। খবর রয়টার্সের।
জানা গেছে জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। এটি সোমবার ৩৯ হাজার টন ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সলিউশন নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্সের বন্দরে ভিড়বে।
এইকন ডাটা জানিয়েছে, গত মাসে জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে পণ্য বোঝাই করে।
কৃষির অপরিহার্য পণ্য সারের উচ্চমূল্যের কারণে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। এমন আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে রাশিয়ার তরল সার বহনকারী ট্যাংকার জাহাজ।
এদিকে রাশিয়া ইউক্রেন হামলা করায় রাশিয়ার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু জো বাইডেন প্রশাসন রাশিয়ার কোনো কৃষিপণ্যের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি।
সংবাদ সংস্থা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার কৃষি ও খাদ্য পণ্যের ওপর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। তবে পুতিন যতদিন ইউক্রেনে তার আগ্রাসন অব্যহত রাখবেন ততদিন অন্যন্য নিষেধাজ্ঞাগুলো বজায় রাখা হবে।
২০২১ সালে রাশিয়া থেকে ২৬২.৬ মিলিয়ন ডলারের ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সলিউশন ক্রয় করে যুক্তরাষ্ট্র।
রাশিয়া এবং ইউক্রেন বিশ্বের অন্যতম বৃহত্তম সার রপ্তানিকারক দেশ। এ দুই দেশের মধ্যে যুদ্ধ চলার কারণে দাম বেড়ে গেছে সারের। ফলে অনেক কৃষক তাদের চাষাবাদ কমিয়ে দেওয়ার চিন্তা করছেন।
দাম কমাতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত সপ্তাহে রাশিয়ার ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট সারের ওপর আরোপিত বিভিন্ন কর ওঠিয়ে দেয় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন।