‘ড্রিম গার্ল ২’ সিনেমায় নায়িকা হতে চলেছেন বিগ বস জয়ী তেজস্বী! রোলের জন্য দিয়েছেন অডিশন

একতা কাপুরের সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তেজস্বী প্রকাশ। এবার মনে হচ্ছে ‘নাগিন ৬’ অভিনেত্রীর ভক্তদের জন্য বড় সুখবর আসছে। ছোট পর্দার এ সুন্দরী নাকি বলিউডে পা রাখতে চলেছেন।

বিভিন্ন খবরে প্রকাশ, ‘ড্রিম গার্ল টু’ সিনেমায় আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করতে চলেছেন ‘নাগিন ৬’ অভিনেত্রী তেজস্বী প্রকাশ।

তেজস্বী প্রকাশ নাকি এরই মধ্যে ওই রোলের জন্য অডিশন দিয়েছেন। নির্মাতারা বিগ বস ১৫ মৌসুম জয়ীর ভূমিকায় মুগ্ধ। আগস্টে নাকি সিনেমাটির শুট শুরু হতে চলেছে।

একতা কাপুরের ‘রাগিনি এমএমএস’র পরবর্তী কিস্তির জন্য তেজস্বীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিতর্কিত ঘরানার কারণে তিনি রাজি হননি। তেজস্বীর সঙ্গে এখন ‘ড্রিম গার্ল টু’ নিয়ে কথাবার্তা চলছে। এর জন্য তিনি অডিশন দিয়েছেন। যদিও নির্মাতারা এখনও এ সিদ্ধান্ত পাকা করেননি। প্রকল্পটিতে তেজস্বী থাকবেন বলে ওই সূত্রের আশা।

সূত্রটি আরও জানায়, এ বছরের আগস্টে সিনেমাটি শুটিং ফ্লোরে যাবে। যদিও এ মাসে শুরুর কথা ছিল। যা হোক, প্রবল বৃষ্টিপাতের কারণে সিনেমাটির শুটিং উত্তর ভারতে হচ্ছে না। জুনে প্রি-প্রডাকশনের কাজ শুরু হতে পারে।

তবে এ ব্যাপারে এখনও নির্মাতাদের কেউ বা অভিনেত্রী আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

বলিউড বাবল বলছে, বর্তমানে ভারতের ছোট পর্দার তারকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পান তেজস্বী প্রকাশ। সালমান খানের বিগ বসে গিয়ে তুমুল জনপ্রিয়তা পান তেজস্বী। গুঞ্জন রয়েছে, সেলেব্রিটি ড্যান্স রিয়েলিটি শো ঝলক দিখলা জা-র ১০ম মৌসুমের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy