“ডোনাল্ড ট্রাম্পের জীবন হুমকির মুখে”- পুতিনের উদ্বেগ প্রকাশ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ট্রাম্প একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান রাজনীতিবিদ। তাঁকে হত্যাচেষ্টা হয়েছে। তাঁর নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।

গতকাল বৃহস্পতিবার কাজাখস্তানে এক সম্মেলনে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় যা হয়েছিল তা দেখে তিনি অবাক হয়েছিলাম! ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ‘অসামাজিক’ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে হত্যাচেষ্টাও ছিল।

গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারকালে গুলিতে আহত হন ট্রাম্প। এরপর গত সেপ্টেম্বরে ট্রাম্পকে হত্যার চেষ্টায় তাঁর ফ্লোরিডার একটি গলফ কোর্সে রাইফেল নিয়ে অবস্থান করেছিলেন এক ব্যক্তি—এমন অভিযোগ ওঠে।

পুতিন বলেন, ‘আমার মনে হয়, তিনি এখন নিরাপদ নন। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রের ইতিহাসে নানা ধরনের ঘটনা ঘটেছে। আমি মনে করি, তিনি (ট্রাম্প) বুদ্ধিমান, এবং আশা করি তিনি এ বিষয়টি বুঝবেন এবং সতর্ক থাকবেন।’

সব সময় নিজেকে সুরক্ষিত পরিমণ্ডলে রাখা পুতিন আরও বলেন, ট্রাম্পের পরিবার ও সন্তানদের নিয়ে নির্বাচনী প্রতিপক্ষের সমালোচনা দেখে অবাক হয়েছিলেন তিনি। এ ধরনের আচরণকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করে পুতিন বলেন, এমন আচরণ রাশিয়ার দুর্বৃত্তরাও করে না!

কিয়েভকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে রাশিয়ায় আঘাত হানতে অনুমতি দিয়ে ইউক্রেন যুদ্ধ তীব্রতর করে তুলেছে বাইডেন প্রশাসন। এ সিদ্ধান্ত নিয়ে পুতিন বলেন, এটি হলো ট্রাম্পকে সহায়তা না করার একটা কৌশল, আর না হলে প্রশাসনে আসার পর রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কঠিন করে তোলার পন্থা।

পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্প ‘সমাধান খুঁজে পাবেন’। মস্কো আলোচনার জন্য প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy