চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার বিক্রি ও উৎপাদনে বড় পতন দেখা গেছে। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময়ে বিক্রি কমেছে প্রায় ১৮ শতাংশ ও উৎপাদন কমেছে ১৫ শতাংশ। রোববার (৩ জুন) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, চলতি বছরের এপ্রিলে করোনা বিধিনিষেধের কারণে চীনের সাংহাইতে অবস্থিত টেসলার কারখানা কয়েক সপ্তাহ বন্ধ ছিল। এসময় টেসলার উৎপাদন কমে যায়।
তবে কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, প্রথম মাসগুলোতে টেসলা যে সমস্যার মুখোমুখি হয়েছিল এখন তার বেশিরভাগই দূর হয়েছে ।
বিবৃতিতে আরও বলা হয়, সরবরাহ সংকট ও চলমান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ২০২২ সালের জুনে মাসিকভিত্তিতে উৎপাদন সর্বোচ্চ হয়েছে।
টেসলা তার মাসিক বিক্রয় ও উৎপাদন প্রতিবেদনে বিক্রয়ের ভৌগোলিক নেতিবাচক অবস্থা প্রকাশ করে না। গত বছর কোম্পানিটির ৪৫ শতাংশ আয় আসে যুক্তরাষ্ট্র থেকে।