মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
এই মুহূর্তে দেশজুড়ে চলা জ্ঞানবাপী মসজিদ, তাজমহল ও কুতুব মিনার নিয়ে চলমান বিতর্কের কথা উল্লেখ করে ওয়াইসি বলেছেন যে বিজেপি ও আরএসএস একসাথে আমাদের চিহ্ন মুছে ফেলতে চায়। তিনি সেই সাথে প্রশ্ন তুলে বলেন টুপি ও মসজিদ তবে কি দেশের জন্য হুমকি ?
সেই সাথে তিনি আরও বলেন এভাবে চলতে থাকলে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা চলে যাবে।
প্রসঙ্গত, কিছুদিন আগে ভারতের তেলেঙ্গানার সরুরনগরে ভিন্ন ধর্মের তরুণীকে বিয়ে করার অপরাধে নাগারাজু (২৫) এক যুবকের হত্যাকাণ্ড ঘিরে শুরু হয়েছে তোলপাড়। আলোচিত ওই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
হায়দ্রাবাদের সংসদ সদস্য ওয়াইসি শুক্রবার এক বক্তব্যে ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, মুসলিম মেয়েটি নিজের ইচ্ছায় বিয়ে করেছিল। মেয়েটির ভাইদের কোনো অধিকার নেই তার স্বামীকে হত্যা করার।
ওয়াইসি আরও বলেন, সরুরনগরে সংঘটিত ওই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। মেয়েটি স্বেচ্ছায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তার স্বামীকে খুন করার কোনো অধিকার তার ভাইদের ছিল না। সংবিধান অনুযায়ী এই ঘটনা একটি অপরাধমূলক কাজ এবং ইসলামের দৃষ্টিতেও সবচেয়ে জঘন্য অপরাধ।