
ঝাড়খণ্ডের পাকুড় এলাকায় পাখিদের মধ্যে ‘এভিয়ান ইনফ্লুয়েঞ্জা’ (বার্ড ফ্লু) ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত হতেই মুর্শিদাবাদ জেলা জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্য প্রশাসনের নির্দেশে ঝাড়খণ্ড সংলগ্ন মুর্শিদাবাদের বেশ কয়েকটি ব্লকে নজরদারি শুরু করেছে স্বাস্থ্য ও প্রাণিসম্পদ দফতর।
যে এলাকাগুলোতে সতর্কতা
পাকুড় থেকে ১০ কিলোমিটারের মধ্যে থাকা সুতি-১, সুতি-২, সামশেরগঞ্জ ও ফরাক্কা ব্লকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এই এলাকায় মুরগি ও অন্যান্য পোলট্রির উপর কড়া নজর রাখা হচ্ছে।
মুরগি পরিবহণে নিষেধাজ্ঞা
মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে মুরগি পরিবহণের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি, জেলা প্রশাসনের তরফ থেকে পোলট্রির পাখিদের নমুনা সংগ্রহ করা হলেও এখনো পর্যন্ত বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েনি।
প্রশাসনের কড়া নজরদারি
জেলা স্বাস্থ্য দফতর ও প্রাণিসম্পদ দফতর নিয়মিত পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এছাড়া, যেকোনো সন্দেহজনক পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দাদের প্রশাসনকে দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সতর্ক বার্তা ও করণীয়
- মুরগি ও হাঁস-মুরগির খামারের মালিকদের নিয়মিত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
- পোলট্রির আশপাশ পরিষ্কার রাখা এবং মৃত পাখি দেখলেই স্থানীয় প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
- সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
বার্ড ফ্লু যাতে মুর্শিদাবাদে ছড়িয়ে না পড়ে, সেই জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর যথেষ্ট তৎপর রয়েছে। তবে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।