শাস্ত্রে বলছে স্নানযাত্রার ১৫ দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা৷ তার ইতিমধ্যে জগন্নাথ ধাম পুরীতে প্রস্তুতি তুঙ্গে৷ কিন্তু জানেন কি রথের দিন কিছু নিয়ম মানলে বদলে যেতে পারে আপনার ভাগ্যের চাকা। আপনার জন্য রইল সেই সব বিশেষ টিপস।
আপনার ঠাকুর ঘরে যদি জগন্নাথ দেব , বলরাম , সুভদ্রার মূর্তি থাকে। তাহলে ভক্তি ভরে পূজা করুন৷ তিন দেব দেবীর মূর্তিতে ভক্তি ভরে তুলসী এবং ফুল অর্পণ করুন৷ পারলে ফুলের মালা গেঁথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার গলায় পরান৷ তিন দেব দেবীকে প্রসাদ হিসাবে গোটা ফল খেতে দিন।
জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে নিবেদন করুন গোলাপ ও তুলসী পাতার মালা। এছাড়া রথযাত্রার দিন স্নান করে শুধু বস্ত্র পরে একটা লাল কাপড়ে ৭ টা লবঙ্গ দুটো কর্পূর ও একটা গোলাপ ফুল ও সাতটা তুলসী পাতা নিয়ে একটি পুটুলি করে তা জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন, তাহলেও আপনার সংসারে বাড়বে আর্থিক সমৃদ্ধি ও দিন কাটবে সুখে ।
রথের দিন দান ধ্যান করতে কিন্তু ভুলবেন না৷ সেই দিন এলাকার গরীব মানুষ বা শিশুদের হাতে সাধ্য মতো খাবার দাবার তুলে দিন।
নির্দিষ্ট সময় অনুযায়ী রাস্তায় রথ বেরোয়। টানতে না পারলে ক্ষতি নেই৷ অন্তত একবার সুযোগ বুঝে রথের রশিতে স্পর্শ করুন৷ একটি গোটা ফল রথে দিন৷ দেখবেন , আপনার ভাগ্য ফিরতে বাধ্য।