জ্যাকলিনকে বিদেশ যাওয়ার অনুমতি, কিন্তু কঠিন শর্ত মেনে অভিনেত্রী বিদেশ যাবেন কি?

২০০ কোটি টাকার প্রতারণা মামলায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলিউডের শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে। যার কারণে ভারতের বাইরে যাওয়ার ক্ষেত্রে তার উপর দিল্লি আদালতের নিষেধাজ্ঞা ছিল। তবে সম্প্রতি তাকে আদালত থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চাইলেই বিদেশ সফরে যেতে পারবেন নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, আইফা অ্যাওয়ার্ডে যোগ দিতে খুব শিগগির সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা রয়েছে জ্যাকলিনের। সে কারণে অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। গেল শনিবার আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। তবে কঠিন শর্ত সাপেক্ষে এই অনুমতি পেয়েছেন অভিনেত্রী।

আদালত জানিয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের অনুমতি পাবেন জ্যাকলিন। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার বা এলওসি স্থগিত থাকবে। তবে ভারতে ফেরার নিশ্চয়তা বাবদ অভিনেত্রীকে ৫০ লাখ টাকা জমা রাখতে হবে।

শুধু তাই নয়, জ্যাকলিন আরব আমিরাতের কোথায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, সেই সম্পর্কিত বিশদ তথ্যপ্রমাণ দিয়ে যেতে হবে তাকে। আর শর্ত ভঙ্গ করে না ফিরলে জ্যাকলিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত। এমন কঠিন শর্ত মেনে নায়িকা বিদেশ যান কিনা, সেটাই দেখার।

এদিকে, ২০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত মাসে জ্যাকলিনকে তলব করেছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ হিসেবে জ্যাকলিনের নাম জড়িয়েছে। সুকেশ জ্যাকলিনকে বিভিন্ন সময় সেই অবৈধ অর্থ ভাঙিয়ে উপহার দিয়েছেন।

ওই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকে জ্যাকলিনের বিরুদ্ধেও জোর তদন্ত চলছে। সেই পরিস্থিতিতে সালমান খানের ‘কিক’ ছবির এই নায়িকার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছিল ইডি। তাতে বলা হয়েছে, তদন্ত চলাকালীন জ্যাকলিন বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy