চীনে দু’টি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৪ জন। বুধবার (১ জুন) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কিছু রাজ্যে এ ভূমিকম্প দু’টি অনুভূত হয়।
প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সিচুয়ান রাজ্যে। ভেঙে পড়েছে বহু কাঁচাপাকা স্থাপনা। বন্ধ হয়ে গেছে পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা। বাসিন্দাদের উদ্ধারে প্রায় দেড় হাজার জনবল মোতায়েন করা হয়েছে। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে আনা হচ্ছে।
দেশটির আবহাওয়া বিভাগ জানায়, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল ছিল প্রাদেশিক রাজধানী চেংদু থেকে ১১০ কিলোমিটার (৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইয়া’আন শহরে। সমতল থেকে মাত্র ১৭ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ৬ দশমিক ১ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানার কয়েক মিনিট পরই ৪ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
সিচুয়ান প্রদেশটি চীনের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এ প্রদেশটিকে দৈত্যাকার পান্ডাদের আবাসস্থল হিসেবেও মনে করা হয়। এছাড়া রাজ্যটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ।