অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি জেলার নামকরণ নিয়ে অমলাপুরম শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভের একপর্যায়ে রাজ্যের পরিবহণমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের নতুন জেলা কোনাসীমার নাম পরিবর্তন করে ‘বি আর আম্বেদকর কোনাসীমা’ রাখার প্রস্তাব করেছে রাজ্য প্রশাসন। এ প্রস্তাবের প্রতিবাদে আজ মঙ্গলবার বিক্ষোভকালে পরিবহণমন্ত্রী পিনিপ বিশ্বরুপুর বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। একই সময় পুলিশের একটি গাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে কয়েকজন পুলিশও আহত হন।
গত ৪ এপ্রিল পূর্ব গোদাবাড়ি জেলার কিছু অঞ্চল নিয়ে নতুন জেলা কোনাসীমা ঘোষণা করা হয়। এরপর গত সপ্তাহে এসে রাজ্য সরকার জেলাটির নাম ভারতীয় সংবিধানপ্রণেতা ও দলিত আন্দোলনের পুরোধা ব্যক্তি বি আর আম্বেদকরের নামে নামকরণের প্রস্তাব দেয়। কারও কোনো আপত্তি থাকলে তা জানানোর অনুরোধ জানানো হয়।