জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের এই দিন(২৩ মে ২০২২)

মেষ (ARIES): অতীত ভুলে নতুন করে প্রেমে পড়তে চলেছেন। কাজের জায়গায় সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষার্থীরা ভালো ফলাফল করবেন।

বৃষ (TAURUS): হেসেখেলে আনন্দেই দিনটি কাটবে। মা-বাবার স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকবে। স্ত্রীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাবেন। শীঘ্রই সুখবর আসতে চলেছে।

মিথুন (GEMINI): ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন। বাড়িতে অপ্রত্যাশিত অতিথিদের আগমন ঘটতে পারে। আপনার ব্যবহারে স্ত্রী আঘাত পেতে পারেন।

কর্কট (CANCER): ভালোবাসার মানুষটি আপনাকে খুশি রাখার চেষ্টা করবে। বিবাহিতরা আত্মীয়দের তরফে আর্থিক সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।

সিংহ (LEO): আপনার খারাপ আচরণে স্ত্রী দুঃখ পেতে পারেন। নিজের ক্রোধের কারণে পরবর্তীতে লজ্জিত হবেন। দাম্পত্য সুখ থাকবে না।

কন্যা (VIRGO): গুরুজনের পরামর্শে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। একতরফা প্রেম আপনার সর্বনাশ ডেকে আনতে পারে। কাজের জায়গায় কোনো সমস্যা থাকবে না।

তুলা (LIBRA): স্ত্রীর পরিকল্পনায় ব্যবসায় লাভবান হবেন। নার্ভের সমস্যায় ভুগতে পারেন, সমস্যা হলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। অর্থ খরচের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক (SCORPIO): বাজি অথবা জুয়াখেলায় ব্যাপক অর্থনাশের সম্ভাবনা। স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে হবে না। দাম্পত্য জীবন মধুর হবে।

ধনু (SAGITTARIUS): বাজে খরচ করবেন না। নিয়মিত শরীরচর্চা করুন। অন্যের পরামর্শ নয়, ব্যাবসায়িক সিদ্ধান্ত নিজে নিন। শীঘ্রই সুখবর পেতে চলেছেন।

মকর (CAPRICORN): কর্মক্ষেত্র চাপ না থাকার দরুন আরামের সুযোগ পাবেন। স্ত্রীর চিকিৎসায় তো ব্যাপক অর্থ খরচ হওয়ার সম্ভাবনা। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখুন।

কুম্ভ (AQUARIUS): সন্তানের সঙ্গে সময় কাটান। কঠোর পরিশ্রমের কারণে কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ করবেন। সময়ের সদ্ব্যবহার করতে পারলে আর্থিক সমৃদ্ধি লাভ করবেন।

মীন (PISCES): আপনার সাফল্য দেখে নতুন বন্ধুর আগমন ঘটবে। কারোর মিষ্টি কথায় প্ররোচনায় পা দেবেন না। বিবাহিত জীবনে অনিয়ন্ত্রিত ঘটনা ঘটতে চলেছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy