মেষ (ARIES): বাড়ি থেকে বহুমূল্য জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। চোখ কান খোলা রাখুন। কর্মক্ষেত্রের বিপদ হইতে সাবধান।
বৃষ (TAURUS): শারীরিক সমস্যায় পড়তে পারেন। যোগাসন ও শরীরচর্চার মাধ্যমে ফিট থাকবেন। কর্মক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না।
মিথুন (GEMINI): স্ত্রীর স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। চিকিৎসা হেতু ব্যাপক অর্থ খরচ হতে পারে। কর্মক্ষেত্রে বাড়তি কাজের চাপ থাকবে।
কর্কট (CANCER): স্ত্রী আপনার জন্য বড় সারপ্রাইজ নিয়ে হাজির হবে। বিপদ এলে বন্ধুদের পাশে পাবেন। মোটের উপর দিনটি শুভ।
সিংহ (LEO): নিজের চেষ্টায় কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবেন। আত্মবিশ্বাসই আপনার জয় নিশ্চিত করবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।
কন্যা (VIRGO): কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ মেজাজ বিগড়ে যাবে। প্রেমিকার উপর সন্দেহ বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
তুলা (LIBRA): পরোপকারী মানসিকতার কারণে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আধ্যাত্বিক ও ধর্ম আলোচনায় মনে তৃপ্তি পাবেন। মোটের উপর দিনটি শুভ।
বৃশ্চিক (SCORPIO): কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের কারণেই উপযুক্ত সম্মান লাভ করবেন। মন ভালো রাখতে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকুন। বিপদ এলে সহকর্মীদের সাহায্য পাবেন।
ধনু (SAGITTARIUS): বিবাহিত দম্পতিরা শীঘ্রই সুখবর পেতে চলেছেন। বেকার যুবক যুবতীরা চাকরির সন্ধান পাবেন। ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখা উচিত।
মকর (CAPRICORN): কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করুন। বাড়িতে নববধূ থাকলে আপনার জন্য অপেক্ষায় বিভোর হবেন। দাম্পত্য জীবনে সুখের জোয়ার আসতে চলেছে।
কুম্ভ (AQUARIUS): অর্থ নিয়ে সমস্যা থাকলে অবশ্যই গুরুজনদের পরামর্শ নিন। ব্যবসায় নতুন পরিকল্পনা প্রয়োজন। উদার মানসিকতার কারণে পথ চলা সহজ হবে।
মীন (PISCES): আজকের দিনটি আপনার জন্য বেশ মনোরম। কর্মক্ষেত্র থেকে পারিবারিক জীবন সর্বত্রই পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য সুখ উপভোগ করবেন।