টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। সোহম-মিমি টলিউডের বেশ কয়েকটি হিট সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করে বেশ সাফল্য পেয়েছেন। যেমন’ বোঝেনা সে বোঝেনা’ , ‘গল্প হলেও সত্যি’ বাঙালি বাবু ইংলিশ মেম’। তবে এই জুটিকে এবার দেখা যাবে লড়াই করতে।
জানা গিয়েছে, আগামী ৬ই মে মুক্তি পেতে চলেছে সোহম চক্রবর্তীর পরবর্তী ছবি কলকাতার হ্যারি। টলিউড অভিনেতার বক্তব্য কলকাতার হ্যারি একটি লার্জার দ্যান লাইফ চরিত্র হতে চলেছে। এবং সবাইকে অনুরোধ করেছেন ছবিটি অবশ্যই দেখার জন্য । তবে এখন কথা হলো সেই একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তীর সিনেমা ‘মিনি’।
আর সেকারণেই মিমির সঙ্গে লড়াইয়ে নামতে চলেছেন সোহম চক্রবর্তী । সোহমকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সোহম জানান, বিন্দুমাত্র লড়াই নেই, তবে যা আছে তা স্বাস্থ্যকর প্রতিযোগিতা।