বলিউড অভিনেতা, আয়ুশমান খুরানা। তিনি ২০১২ ‘ভিকি ডোনার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। তার গানে-অভিনয়ে মুগ্ধ ভক্তরা। তার সিনেমা মানেই ভালো ব্যবসা। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে অনেক লড়াই করতে হয়েছে অভিনেতাকে।
আয়ুষ্মান তার আসন্ন সিনেমা ‘অনেক’র প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুম্বাইয়ে আসার পর লড়াইয়ের দিনগুলো শেয়ার করেছেন তিনি।
অভিনেতা বলেন, ‘আমি যখন চণ্ডীগড় থেকে মুম্বাই এসেছিলাম আমার রাঁধুনীকেও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। একটাই রুম ছিল আমাদের। আমরা শেয়ার করে থাকতাম। যেহেতু আমি রান্না করতে পারতাম না এবং থাকার জায়গা ছিল না, তাই রাঁধুনীকে আমার ঘরেই থাকতে বলেছিলাম। সে কারণে আমরা একসঙ্গে থাকতাম।’
তিনি আরও বলেন, প্রথম কয়েক বছর দিল্লিতে ছিলাম। রেডিও জকি হিসেবে কাজ করেছিলাম। প্রথমদিকে তিনি তার কাকার সঙ্গে থাকতেন, পরে মুম্বাই চলে আসেন।
অনুভব সিনহার পরিচালনায় ‘অনেক’ সিনেমাটি ২৭ মে মুক্তি পাবে। সিনেমায় আয়ুষ্মানকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।
এছাড়া তিনি ‘ডক্টর জি’ ছবিতেও থাকবেন।