মাথায় লাল গামছা বেঁধে তুমুল নাচছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। দর্শকের ‘বন্ধ অকল’-এর তালা খুলে যাচ্ছে হুড়মুড়িয়ে। ‘ডন’ ছবির সেই তুমুল জনপ্রিয় গান আজও যখন-তখন বাজে পাড়ার ক্লাব থেকে ডিজের আসরসহ সর্বত্রই। ওমনি গানের তালে কোমর দোলে চারপাশে।
কিন্তু জানেন কি ‘খাইকে পান বানারসওয়ালা’র সেই দুরন্ত নাচ কার কাছে শিখেছিলেন অমিতাভ বচ্চন? নামীদামি কোনো কোরিওগ্রাফার নন, এই নাচের বেশ কিছু স্টেপ তিনি আয়ত্ত করেছিলেন এক খুদের কাছ থেকে। সে আর কেউ নয়, ছেলে অভিষেক বচ্চন!
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে এ তথ্য ফাঁস করেছেন বিগ বি নিজেই! ‘খাইকে পান বানারসওয়ালা’র সেই অমর দৃশ্যের ভিডিও। সঙ্গে ক্যাপশন, ‘নাচের কয়েকটা স্টেপ ছোট্ট অভিষেকের দেখাদেখি করা। ও ছোটবেলায় এভাবেই নাচত। সব সময়ে পাশাপাশি সরে সরে!’
বলা যায়, ছোটবেলার অভিষেকই বাবা অমিতাভকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা নাচটি শিখিয়েছিলেন। বড়বেলার অভিষেক সেই একই নাচের অনুকরণে পা মিলিয়েছেন ‘মচা মচা রে’তে। জুনিয়র বচ্চনের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দশভি’তে আছে সেই গান।