ছাত্রীকে ভয় দেখিয়ে গয়না লুট, নাবালিকার গলায় কোপ বসিয়ে পালালো শিক্ষক! অতঃপর..

কলকাতার চিৎপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় এক শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীর উপর হামলা এবং গয়না লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সন্দীপ সাউ পেশায় এক সাঁতারের শিক্ষক। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ১৯ মার্চ বিকেলে। অভিযোগ, সেই সময় সন্দীপ সাউ হঠাৎ করেই ছাত্রীর বাড়িতে চলে আসেন এবং ভয় দেখিয়ে তাকে বাড়ির লকার থেকে মায়ের গয়না আনতে বলেন। আতঙ্কিত ছাত্রী বাধ্য হয়ে গয়না এনে দিলে, সন্দীপ সেই গয়না লুট করার পাশাপাশি ছাত্রীর উপর আক্রমণ চালান।

অভিযোগ, গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগানোর চেষ্টা করেন তিনি। এরপর রান্নাঘর থেকে ছুরি এনে ছাত্রীর গলায় কোপ মারেন এবং দ্রুত পালিয়ে যান। কিছুক্ষণ পর বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় মেয়েকে দেখতে পান তার মা। সঙ্গে সঙ্গে তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত সন্দীপকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, গয়না লুটের প্রমাণ লোপাট করতেই নাবালিকার উপর এই নৃশংস হামলা চালানো হয়েছে। বর্তমানে ছাত্রীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy