
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফের আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল হার্দিক পান্ডিয়ার দল। গুজরাতের হয়ে এই ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন ঋদ্ধিমান সাহা। প্রথমে ব্যাট করে চেন্নাই তোলে ১৩৩/৫, জবাবে ১৯.১ ওভারে ১৩৭/৩ রান তোলে গুজরাত টাইটানস।
এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। ঋতুরাজ গায়েকোয়াড় এবং এন জগদীশন ছাড়া চেন্নাইয়ের কোনও ব্যাটসম্যানই ভাল রান পাননি। ঋতুরাজ করেন ৫৩ এবং ৩৯ রানে অপরাজিত ছিলেন জগদীশন।গুজরাতের হয়ে দু’টি উইকেট পান মহম্মদ শামি। একটি করে উইকেট পান রশিদ খান, আলজারি জোসেফ এবং সাই কিশোর।
মাত্র ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে দারুণ খেলে গুজরাত। পাওয়ার প্লে-তে তারা তোলে ৫৩ রান। তবে মিডল ওভারে রান রেট স্লো হওয়ার কারণে জেতার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হল গুজরাতকে। ঋদ্ধিমান সাহা ৫৭ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন। ৮টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। এ দিন প্রথম একাদশে একাধিক পরিবর্তন এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে সুযোগ পাওয়া মাথিশা পাথিরানা পান দু’টি উইকেট, অপর উইকেটটি পান মঈন আলি। এই ম্যাচে জয়ের ফলে প্লে-অফের নামার আগে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নিল গুজরাত।