‘চুপ থাকবেন না, প্রতিবাদ করুন’ সিন্ডিকেট নিয়ে সরব রাজ্যপাল জগদীপ ধনকর

রাজ্যপাল জগদীপ ধনকর শ্যামা প্রসাদের জন্ম তিথিতে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ ও তোলাবাজি নিয়ে সরব হলেন। রাজ্যবাসীকে অনুরোধ করলেন এর প্রতিবাদ করতে। সেই সাথে তুললেন গণতন্ত্র বিপন্নের কথা।

এদিন রাজ্যপাল জানান ‘বাংলায় তোষণের কারণে গণতন্ত্র বিপন্ন হচ্ছে। রাজ্যের বিদ্বজনের উদ্যেশে অনুরোধ করে বলেন ‘চুপ থাকবেন না, প্রতিবাদ করুন।’ ধনকর আরও জানান শ্যামাপ্রসাদের আদর্শ ছিল ঐক্য। কেন্দ্রের ‘সবকা সাথ সবকা বিকাশ’ প্রকল্প সেই আদর্শের বাহক বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বিভিন্ন ভাবে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে রাজ্যপাল ও প্রশাসনের মধ্যে চাপান -উত্তরের খবর। রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়ই মুখ খোলেন রাজ্যপালজগদীপ ধনকর আর তাই নিয়ে দু পক্ষের মধ্যে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy