চীনকে নিয়ে দুশ্চিন্তায় ব্রিটিশ-মার্কিন গোয়েন্দারা! জেনেনিন কেন?

চীনা হুমকির বিষয়ে সতর্ক করেছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দুই প্রধান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের শিল্প ও তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোকে চীনের সঙ্গে ব্যবসা করার ‘ঝুঁকি’ সম্পর্কে অবগত করে তারা বলেন, যে কোনো সময় আপনাদের প্রযুক্তি চুরি হতে পারে।

লন্ডনে এমআই-৫ এর সদর দফতর টেমস হাউসে প্রথমবারের মতো দুই পরিচালকের অভূতপূর্ব যৌথ উপস্থিতিতে এ সতর্কতার বিষয়ে কথা বলেন তারা।

এমআই-৫ প্রধান কেন ম্যাককালাম বলেন, তার সংস্থা গত তিন বছরে চীনা কার্যকলাপের বিরুদ্ধে অতীতের চেয়ে দ্বিগুণেরও বেশি কাজ করেছে এবং তা আরো দ্বিগুণ করবে। ২০১৮ সালের তুলনায় বর্তমানে চীনা কমিউনিস্ট পার্টির কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সাতগুণ বেশি তদন্ত চালানো হচ্ছে।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেন, চীন ‘আমাদের অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি’ এবং সাম্প্রতিক নির্বাচনসহ তারা আমাদের রাজনীতিতে নাক গলাচ্ছে।

এফবিআই পরিচালক সতর্ক করে বলেন, যদি চীন জোরপূর্বক তাইওয়ান দখল করে তবে এটি ‘বিশ্বে দেখা সবচেয়ে ভয়ঙ্কর ব্যবসায়িক ব্যাঘাতগুলোর একটি হবে।

ম্যাককালাম বলেন, চীনা কমিউনিস্ট পার্টির হুমকি ছিল ‘যুগান্তকরী’। অপরদিকে এফবিআই পরিচালক এ হুমকিকে বলছেন, ‘ব্যাপক’ এবং ‘উত্তেজনাপূর্ণ’। তবে এজন্য শি জিনপিং সরকার এবং চিনা কমিউনিস্ট পার্টিকেই দোষারোপ করেছেন এফবিআই প্রধান।

তার মতে, তারা চীনের জনগণকে নিশানা করতে চায় না। তারা নিজেরাই নানা অনিয়ম ও নিপীড়নের শিকার।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy