পৃথিবীর বেশিরভাগ পুরুষ নারীদের বাহ্যিক সৌন্দর্য্যে বিশ্বাসী। বিয়ের জন্য পাত্রী দেখতে গেলে বা প্রেমিকা খুঁজতে গেলে দেখেন একটি নারীর বাহ্যিক নানা দিক।
কিন্তু জীবনসঙ্গীনী খুঁজতে নারীর ভিতরের দিকটা বুঝতে চান ক’জন?
ক’জন পুরুষই বা জানতে চান যে নারীর রূপে তিনি মুগ্ধ সে নারীর মনে তার জন্য ভালোবাসা আছে কিনা?
সেই নারী কি পারবে তার সকল চাহিদা পূরণ করতে? হয় তো এসব কথা চিন্তাও করেন না অনেকে। বিয়ের জন্য পাত্রী দেখতে গেলে কিংবা প্রেমিকা নির্বাচনে মেয়ে যদি একটু মোটা হয় তাহলে তাকে ফিরিয়ে দেন বেশিরভাগ পুরুষই। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা। এক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ মোটা মেয়ে জীবন্সঙ্গীনী হিসেবে বেঁছে নিয়েছেন জীবনে তারা অন্য পুরুষের চেয়ে তুলনামূলক বেশি সুখী।
এর কারণ হিসেবে বলা হচ্ছে, স্বভাবের দিক দিয়ে মোটা মেয়েরা অনেকটা চুপচাপ হন। কারোর সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেও সময় নেন।
স্লিম মেয়েদের তুলনায় মোটা মেয়েরা স্বামীদের অনেক অনেক ভালো রাখেন। শুধু তাই নয়, স্বামীর চাহিদা-প্রয়োজনও দ্রুত বুঝতে পারেন। তাই পাত্রী চেয়ে বিজ্ঞাপন দেওয়ার আগে কথাটা অবশ্যই মনে রাখবেন।