ভারতীয় রেলে শিক্ষা নবিশ পদে নিয়োগ করা হবে,আবেদন করতে পারবে সকল ভারতীয় নাগরিক তথা বাংলার সকল যুবক যুবতী।
পদের নাম: বিভিন্ন পদ
মোট শূন্যপদ: ১৬৫৯ টি শূন্য পদে মহিলা ও পুরুষকে নিয়োগ করা হবে। SC /ST /OBC দেড় জন্য রয়েছে আসন সংরক্ষনের বিশেষ সুবিধা।
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া ভারত সরকার থেকে প্রাসঙ্গিক পদে আইটিআই ডিপ্লোমা করতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখের হিসেবে ১৮ থেকে ২২ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১ অগাস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন: উক্ত পদের জন্য আনুমানিক মাসিক বেতন থাকবে হবে ২৫,০০০ টাকা।
আরও বিশদে জানতে লগইন করুন –
www.rrcpryj.org