গ্রেফতার দুই বাংলাদেশি, নির্দেশ ১০ দিনের পুলিশ হেফাজতের

পশ্চিমবঙ্গে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই বাংলাদেশি। হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন মোহাম্মদ সুমন (২৭) এবং মোহাম্মদ মনির (৩০)। গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড এবং জাল পাসপোর্ট।

গ্রেফতারদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, এক মাস আগে রিপন নামে এক দালালের মাধ্যমে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন ওই দুই বাংলাদেশি। সেখানে তারা মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। গ্রেফতারদের বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা করেছে পুলিশ।

এদিকে মাস তিনেক আগে বাঁকড়া এলাকা থেকে রাজ্য পুলিশের এসটিএফের হাতে এক জেএমবি সদস্য গ্রেফতার হয়েছিলেন। এসময় একজন পালিয়ে যান। ওই জঙ্গিদের সঙ্গে বাংলাদেশি এই দুজনের যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy