গোঁফ রেখে নন্দিত ও নিন্দিত যে নারী, জেনেনিন তার পরিচয়

পৃথিবীতে বিচিত্র রুচি আর অভ্যাসের মানুষের অভাব নেই। এমনই এক অদ্ভুত রুচির মানুষের সন্ধান পাওয়া গেছে। তিনি গোঁফ রেখে একই সঙ্গে হয়েছেন নন্দিত ও নিন্দিত। তার নাম শাইজা।

কেরালার কন্নুর জেলার ৩৫ বছর বয়সী এ নারী পরম যত্নে বড় করছেন গোঁফ।

শাইজা নিয়মিত তার ভ্রু প্লাক করেন, তবে গোঁফ ছাঁটার প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি। হোয়াটসঅ্যাপে ছবির নিচে ক্যাপশনে তিনি লিখেন, আমি আমার গোঁফকে ভালোবাসি।

ফেসবুকে ছবি দেখে কিংবা সরাসরি সাক্ষাৎ হলে অনেকেই শাইজাকে জিজ্ঞাসা করেন, কেন গোঁফ রাখছেন তিনি। এ নিয়ে তিনি বলেন, সর্বোপরি যা বলি, তা হলো আমি এটা পছন্দ করি। অনেক বেশি।

শাইজা জানান, প্রায় পাঁচ বছর আগে তার মুখে গোঁফ দৃশ্যমান হয়। এতে আনন্দিত হয়ে ঠোঁটের ওপর কেশগুচ্ছ রেখে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

কেরালার এ নারী বলেন, এ পর্যায়ে এসে এটা (গোঁফ) ছাড়া থাকার কথা ভাবতেই পারি না। করোনাভাইরাস মহামারি শুরু হলে সবসময় মাস্ক পরে থাকাটা ভালো লাগত না। কারণ এতে আমার মুখ ঢাকা থাকত।

অনেকেই গোঁফ ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছেন শাইজাকে, তবে তিনি সে উপদেশ অগ্রাহ্য করেছেন। শাইজা বলেন, এটার (গোঁফ) কারণে আমাকে সুন্দর দেখাচ্ছে না কিংবা আমার এটা থাকা উচিত নয়, এমনটি কখনও মনে হয়নি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy