শুভদীপ সিং সিধু। গায়ক, গীতিকার, র্যাপার এবং অভিনেতা শুভদীপ সিং সিধুকে মানুষ বেশি চেনেন সিধু মুসেওয়ালা নামে। পাঞ্জাবের মানসায় এই কংগ্রেস নেতা ও সংগীতশিল্পী সিধু মুসেওয়ালাকে নৃশংসভাবে খুন করা হয়েছে।
তিনদিক থেকে ঘিরে ধরা হামলায় এলোপাথারি গুলি চালানো হয় তার উপর। এই হত্যাকাণ্ডে তোলপাড় চলছে। সংস্কৃতির আঙিনায় শোক নেমেছে।
শোক প্রকাশ করছেন সিধুর সহকর্মীরা। বলিউড তারকা অজয় দেবগণ একটি ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘অত্যন্ত বেদনাদায়ক একটি শোক। বিদেহি আত্মার শান্তি কামনা করছি। আশা করছি সিধু ওপারে ভালো থাকবেন’।
রণভীর সিং সিধুর তুমুল জনপ্রিয় গানের লাইন, ‘দিল দা নি মাদা’ লিখে সঙ্গে হৃদয় ভাঙার একটি ইমোজিও তিনি পোস্ট করেছেন।
সিধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুপারস্টার মিকা সিং। তিনি লেখেন, ‘ সিধু মুসেওয়ালা ভাই, তুমি অনেক দ্রুত চলে গেলে। মানুষ তোমার নাম, সুনাম মনে রাখবে। অনেক সম্মান তুমি অর্জন করেছো তোমার হিট সব গান দিয়ে। আমার এবং তোমার; উভয়ের ভক্তরাই তোমার ‘দিল দা নি মাদা/ সিধু মুসেওয়ালা’ লাইনটি মিস করবো….’
সিধুর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন কপিল শর্মা, দিলজিৎ দোসাঞ্জ, বিশাল দাদলানিসহ অনেকেই।
এদিকে সিধুর হত্যাকাণ্ডের ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। পুলিশ সূত্রে বলছে, সিধুর গাড়ি ঘিরে ধরে গুলি চালায় আততায়ীরা। সিধুর গাড়ির সামনের কাঁচে ১৪টি গুলির চিহ্ন মিলেছে। বনেটে মিলেছে ৩টি গুলির চিহ্ন। এছাড়াও সামনের আসন গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মোট ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিশের দাবি।
সংগীতশিল্পী ও কংগ্রেস নেতার গাড়িকে ৩টি গাড়ি দিয়ে অনুসরণ করছিল হামলাকারীরা। তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র।
গেল ২৮ মে সিধু মুসেওয়ালার নিরাপত্তা প্রত্যাহার করে পাঞ্জাব সরকার। তারপরই তাকে নৃশংসভাবে খুন করা হয়।
সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। সিধু মুসেওয়ালার বাবা বালকৌর সিং মানসা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন।