করোনা মহামারির সংক্রমণের মধ্যেই উত্তর কোরিয়ার একজন ঊর্ধ্বতন প্রাক্তন সেনা কর্মকর্তার শবযাত্রায় অংশ নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এ সময় তাকে নিজ হাতেই সেই কফিন বহন করতে দেখা যায়।
অফিসিয়াল কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার (২২ মে) কোরিয়ান পিপলস আর্মি মার্শাল হায়ন চোল-হাইয়ের অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজ আর শ্রদ্ধার মাধ্যমে বর্ষিয়ান এ সামরিক কর্মকর্তাকে জানানো হয় শেষ বিদায়। সেখানে অংশ নেন কিম। শোকস্তব্ধ কিম নিজেই করেন প্রিয় শিক্ষককে সমাধিস্ত, যা গোটা বিশ্বেই বিরল ঘটনা।
২০১১ সালে, ক্ষমতায় বসার আগে হায়ন চোল দিয়েছিলেন কিম জং উনকে রাজনৈতিক দীক্ষা। একজন শক্তিশালী নেতা হিসেবে তাকে গড়ে তোলার পেছনেও ছিলো এই সেনা কর্মকর্তার গুরুত্বপূর্ণ ভূমিকা।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে, কফিন বহনের সময় অন্যরা মাস্ক পরা থাকলেও কিম জং উন মাস্ক পরা ছিলেন না। জাতীয় সমাধিক্ষেত্রে হায়নের সমাধিতে মাটি নিক্ষেপ করার ছবিতেও কিমকে মাস্ক ছাড়াই দেখা গেছে।