জনপ্রিয় দক্ষিণ ভারতীয় চিত্রনায়িকা রশ্মিকা মন্দানাকে ঘিরে সিনেপাড়ায় একটি গুঞ্জন চাউর হয়েছিল। সেই গুঞ্জনটা যে সত্যি ছিল, তা স্বীকার করে নিলেন খোদ এ অভিনেত্রী।
হ্যাঁ, রশ্মিকা মন্দানা ও টাইগার শ্রফ একটি প্রকল্পে জুটি বাঁধছেন—এ কথা শোনার পর যেন ভেবে বসবেন না তাঁরা সিনেমায় জুটি বাঁধছেন। কারণ, সিনেমা নয়—একটি বিজ্ঞাপনে তাঁরা জুটি বাঁধছেন।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, রশ্মিকা মন্দানা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন গুঞ্জনটা সত্যি ছিল আর টাইগারের সঙ্গে অভিজ্ঞতাও ছিল দারুণ।
কিছুদিন ধরে সিনেপাড়ায় গুঞ্জন চলছিল, শশাঙ্ক খৈতানের একটি সিনেমায় জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা ও টাইগার। কিন্তু এ রটনা আংশিক সত্য। দুজন জুটি বাঁধছেন ঠিকই, কিন্তু তা সিনেমায় নয়; বিজ্ঞাপনে।
রশ্মিকা লিখেছেন, ‘গুঞ্জনটা সত্যি ছিল হে… টাইগারের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুট করেছি।’ ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন কাজের অভিজ্ঞতার কথাও।
সে যা হোক, আগামীতে রশ্মিকা মন্দানাকে পুষ্প সিরিজের দ্বিতীয় কিস্তিতে শ্রীভাল্লি চরিত্রে দেখা যাবে। এ ছাড়া উত্তর-দক্ষিণ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে তাঁর।