কংগ্রেস নেতা রাহুলগান্ধী আজ এক ভাষণে জানিয়েছেন যে ভারতের সাধারণ মানুষকে গুজরাট মডেল নয় বরং রাজস্থান ও ছত্তিসগড় মডেল হাসি ফোটাতে পারবে। তিনি এদিন এই ভাষণ দিয়েই গুজরাটে শুরু করেন তার নির্বাচনী প্রচার।
তিনি এক নির্বাচনী সভায় বললেন গুজরাট থেকে আওয়াজ তুলতে হবে মোদী হটাও। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় নরেন্দ্র মোদী রাজ্যটিকে ধোনি ও গরিবের বিভাজন করে নষ্ট করেছেন। একইভাবে প্রধানমন্ত্রী হয়ে দেশটিকে বিভাজন করছেন। একই সাথে রাহুল গান্ধী আজ কথা বলেছেন গুজরাটের বিক্ষুদ্ব নেতা হার্দিক প্যাটেলের সাথে।
সম্প্রতি ভারতে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারতে মোট ৪৭ লক্ষ মানুষ করোনায় মরে গিয়ে থাকতে পারে। যদিও সরকারি হিসেবে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মাত্র ৪.৮ লাখের। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টকে হাতিয়ার করে নতুন করে কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার সাফ কথা, মোদি মিথ্যা বলেন, বিজ্ঞান নয়।