
পাঞ্জাবের বিখ্যাত গায়ক কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার খুনের মূল পরিকল্পনাকারী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বুধবার রাতে এমনটাই জানিয়েছে দিল্লি পুলিশ। সেই সঙ্গে নৃশংস খুনের ঘটনায় জড়িত আরও পাঁচজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে জানিয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল।
পুলিশের এসপি বলেছেন, ‘এই হত্যার মূল পরিকল্পনাকারী লরেন্স বিষ্ণোই। যারা সে দিন গুলি চালিয়েছিল সিধুকে হত্যা করার জন্য, তাদের এক জনের এক ঘনিষ্ঠকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। যদিও সে এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরিভাবে যুক্ত নয়।’
সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় জেরা করার জন্য তিহার জেলে বন্দি লরেন্স বিষ্ণোইকে নিজেদের হেফাজতে নেয় দিল্লি পুলিশ। টানা জেরা করার পরে দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকরা নিশ্চিত হয়েছেন যে সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের ঘটনার মূল পরিকল্পনাকারী লরেন্স বিষ্ণোই।
গত ২৯ মে পাঞ্জাবের মানসায় দিনেদুপুরে ব্যস্ত রাস্তায় গুলি করে মারা হয় সেখানকার জনপ্রিয় গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে। তিন দিক থেকে গুলি চালানো হয় তার ওপর। ঘটনাস্থলেই মারা যান সিধু।