গাড়ির ব্রেক ফেল করে দুর্ঘটনা, আহত হলেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত তনুশ্রী দত্ত

গাড়ির ব্রেক ফেল করে দুর্ঘটনার কবলে পড়েছেন আশিক বানায়া আপনে সিনেমাখ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত।
সোমবার (২ মে) ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন তনুশ্রী নিজেই। মহাকাল দর্শন করতে যাচ্ছিলেন তনুশ্রী। গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায় রাস্তায়। তারপরেই দুর্ঘটনা। পায়ে চোট পেয়েছেন তিনি। পড়েছে সেলাই।

ইনস্টাগ্রামে পরপর কয়েকটি ছবি পোস্ট করেছেন তনুশ্রী। ছবিগুলোতে দেখা গেছে, হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মন্দির প্রাঙ্গণে। মাথায় লাল টিকা এবং হলুদ লাগানো। শেষের ছবিতে কেবল তার পা দেখা যাচ্ছে। পা কেটে রক্ত পড়ছে।

ছবির ক্যাপশনে তনুশ্রী লিখেছেন, ঘটনাবহুল দিন ছিল আজ! শেষমেশ মহাকাল দর্শন করতে পেরেছি। পথে গাড়ির ব্রেক ফেল করে যায়। কয়েকটি সেলাই পড়েছে। জয় শ্রী মহাকাল!

গত মাসে ফ্যাশন ইভেন্ট থেকে ফেরার সময়ে দুর্ঘটনার মুখোমুখি হন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। মুম্বাই-পুণে হাইওয়েতে তার গাড়ির সঙ্গে আরো দুটি গাড়ির সংঘর্ষ হয়। এতে চোখের নিচে আঘাত পেয়েছিলেন তিনি। চিকিৎসার জন্য একদিন হাসপাতলে ছিলেন মালাইকা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy