
খোলা রাস্তায় উন্মত্তের মতো গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি। একপর্যায়ে নির্ধারিত গতিসীমাও পার করে ফেলেন। শেষমেশ আটক হন পুলিশের হাতে। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি যে উত্তর দেন, তাতে চোখ কপালে ওঠার জোগাড় পুলিশ সদস্যদের। চালক দাবি করেন, তিনি গার্লফ্রেন্ডকে (প্রেমিকা) দেখতে যাচ্ছিলেন এবং প্রেমের টানে গতিসীমা লঙ্ঘন করে ফেলেছেন।
হয়তো অকল্পনীয় নয়, তবে গাড়িচালকের এই অতি-রোমান্টিক জবাবে মন গলেনি পুলিশের। সোজা আদালতে যেতে হয়েছে তাকে। সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের টেমস ভ্যালিতে।
গত ১৮ এপ্রিল টেমস ভ্যালি পুলিশের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে বলা হয়, বেশিরভাগ চালক নিরাপদে গাড়ি চালাচ্ছিলেন। তবে অল্প কয়েকজনকে কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে থামাতে হয়েছে। যেমন- গতিসীমা লঙ্ঘন, বেপরোয়া গাড়িচালনা, গাড়ির পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকা।
টেমস ভ্যালি পুলিশ এরপর জানায়, ঘণ্টায় ১০২ মাইল বেগে গাড়ি চালানোর সময় এক চালককে থামানো হয়েছে। তিনি বলেছেন, গার্লফ্রেন্ডকে দেখতে যাচ্ছিলেন এবং ভালোবাসার টানে এমনটি করতে বাধ্য হয়েছেন।
এরপর ফেসবুক পোস্টে রক সঙ্গীতের লিজেন্ড মিট লোফের একটি গানের কলি শেয়ার করা হয়, যার অর্থ ‘আমি ভালোবাসার জন্য যেকোনো কিছু করবো, শুধু ওটা করবো না!’ এখানে ওটা বলতে গতিসীমা লঙ্ঘনকে বুঝিয়েছে পুলিশ।
চালখদের উদ্দেশ্যে তারা আরও বলেছে, জীবিত পৌঁছানোর কথা মনে রাখুন এবং গতিসীমা মেনে চলুন। এই ঝুঁকি মূল্যহীন।
সূত্র: এনডিটিভি