গানের মঞ্চেই প্রাণ হারালেন জনপ্রিয় গায়ক, বয়স হয়েছিল ৭৮

মঞ্চে গান করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মালায়ালম ভাষার জনপ্রিয় গায়ক এদাভা বসির। গতকাল শনিবার রাতে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে এ ঘটনা ঘটে। এ তারকা সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭৮ বছর।

ওই রাতে রাজ্যের আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রায় তাদের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদাভা বসির। মঞ্চে উঠে গান ধরে শেষ করার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা।

মালায়ালি সংগীত জগতের জনপ্রিয় মুখ এদাভা বসির ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রাতেই ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। মালায়ালম ভাষার একাধিক ছবির প্লে-ব্যাক সিঙ্গার ছিলেন তিনি। গান করেছেন কেরালার জনপ্রিয় অসংখ্য গণমেলায়ও।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy