গানের জোরেই হয়েছে বাড়ি-গাড়ি, এবার ‘কাঁচা বাদাম পার্ট ২’ আনছেন ভুবন বাদ‍্যকর

‘কাঁচা বাদাম’ গান গেয়ে বাংলার সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন ভুবন বাদ্যকর। গ্রাম বাংলার সাধারণ বাদাম বিক্রেতাকে এখন সবাই চেনে এক ডাকে, ভুবন বাদ্যকর।

এখনও মাটির ঘরেই থাকছেন তিনি। যাপিত জীবনের এখনো সেই কষ্টেই আছেন। এখন তা যেনো বদলাতে শুরু করেছে। এসব কথাই তিনি বলছিলেন গত ফেব্রুয়ারি মাসে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে।

সেই ভুবন বাদ্যকরের এখন দিন বদলেছে। দুবরাজপুরে যেখানে ভুবন বাদ্যকরের কাঁচা বাড়ি পাশেই গড়ে উঠেছে ইটের পাকা বাড়ি। ভেতরে বসেছে নীল রঙের টাইলস। এখন রীতিমতো ‘রাজমহল’ এ থাকছেন তিনি।

সম্প্রতি সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের সেই বাড়ির ছবি।

ভুবন বাদ্যকর জানান, মানুষের ভালোবাসায় এসবই সম্ভব হয়েছে। এমন বাড়ি বানাবেন তা কখনো স্বপ্নেও ভাবেননি। এক ইন্টিরিয়র ডিজাইনার নিজে থেকেই এগিয়ে এসেছেন একটি ঘরের ভেতর সুন্দর করে সাজানোর জন্য।

সম্প্রতি আসানসোলে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ‘বাদাম কাকু’। যাওয়ার পথে জামুড়িয়ায় একটি চায়ের দোকানে বসেছিলেন ভুবন। সেখানেই তিনি জানান, কাঁচা বাদাম পার্ট ২ আসছে। ভাইরাল শিল্পী বলেন, তিনি খুব আশাবাদী। সকলে যদি চান তাহলে প্রথম অংশের মতো দ্বিতীয় অংশটাও ভাইরাল হবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy