টলিউডের একজন নামি অভিনেতা ছিলেন অভিষেক চট্টোপাধ্যায় । অভিষেক দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। তাকে শেষ দেখা গিয়েছিলো ‘মোহর’ ও ‘গুনগুন’ ধারাবাহিকে । যেখানে তিনি বাবার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ যেন টলিপাড়ায় নেমে এসেছিলো শোকের ছায়া।
গত 24 শে মার্চ হঠাৎই শোনা যায় অভিষেক চট্টোপাধ্যায় আর নেই । যা শুনে সকলেই স্তব্ধ। ভেঙে পড়েছিলেন পর্দার মেয়ে গুনগুন। জানা যায় গুনগুন অভিষেককে বাবার মতোই ভালোবাসতেন। এদিকে তাঁর মৃত্যুর পর শেষ হয়ে যায় ‘মোহর’। কিন্তু সম্প্রচারিত হচ্ছে ‘খড়কুটো’।
কিন্তু এখন প্রশ্ন হলো, ‘খড়কুটো’ -এ অভিষেকের স্থান কেউ দখল করবে কি? জানা যায়,অভিষেকের চরিত্রে কেউ অভিনয় করবেন না। বরং ‘খড়কুটো’-য় কাহিনী ও বাস্তব এবার মিলেমিশে একাকার হয়ে গেল। পিতৃহারা হলো গুনগুন ।
চিত্রনাট্য অনুযায়ী, গর্ভবতী গুনগুনকে রেখে এক সপ্তাহের জন্য ইটালিতে একটি কনফারেন্সে যোগ দিতে গিয়েছিলেন তার বাবা ডাঃ কৌশিক। আর সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কৌশিকের।এমনটাই জানিয়েছে তার এক সহকর্মী। গুনাগুনের বাবা কৌশিকের মৃত্যুসংবাদ পেয়ে অত্যন্ত সাবলীল অভিনয় করেছেন পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। যদিও জানা গিয়েছে, বাবার মৃত্যুর খবর নাকি এখনো পাননি গুনগুন। কিন্তু কি হবে পরবর্তীতে? জানতে দেখতে হবে ‘খড়কুটো’ ।