ক্ষোভে উত্তাল শ্রীলংকা, ব্রিটেন-সিঙ্গাপুরের নাগরিকদের শ্রীলঙ্কায় ভ্রমণ না করার আহ্বান

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই দ্বীপরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দেশটিতে সফর না করার জন্য নিজ দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং বাহরাইন।

৭০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে দেশটি। ওষুধ, রান্নার গ্যাস, জ্বালানি এবং খাদ্যসহ মৌলিক জিনিসের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে।

বিক্ষোভ-সংঘাতের কারণে প্রবল চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বুধবার তিনি দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন। আজ (বৃহস্পতিবার) যে কোনো সময় তিনি মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন।

এদিকে বিক্ষোভ-সংঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখলের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী।

সে সময় ২৬ বছর বয়সী ওই তরুণের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে কলম্বোর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

অপরদিকে শ্রীলঙ্কায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভয়াবহ আর্থিক সংকটের কারণে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এই দ্বীপরাষ্ট্র। জনমনে ক্ষোভের আগুন জ্বলছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও বেশ চাপে রয়েছেন। বুধবার তার কার্যালয় দখল করে নিয়েছে বিক্ষোভকারীরা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy