ক্যামেরা দেখেই ছাতার পেছনে মুখ লুকালেন শাহরুখ-গৌরি! কিন্তু কেন?

আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে পাপারাজ্জিদের এড়িয়ে চলেন শাহরুখ। এবার পাপারাজ্জিদের দেখে অদ্ভুত এক কাণ্ড করে সমালোচনার শিকার হলেন অভিনেতা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোরে শাহরুখ ও গৌরীকে এক প্রাইভেট এয়ারপোর্টে দেখা গেছে। এসময়ে পাপারাজ্জিদের ক্লিক থেকে বাঁচতে নিজেকে ছাতার পেছনে লুকিয়ে ফেলেন শাহরুখ-গৌরি। শাহরুখের বডিগার্ডরা অভিনেতাকে আড়াল করতে ছাতাটি ধরে রাখেন। তবে শাহরুখের এই ব্যবহার গ্রহণ করতে পারেননি অনেক ভক্তই।

সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকেই এই আচরণকে ‘বিষাক্ত’ বলছেন। অনেকে শাহরুখের এই ব্যবহার মানতে না পেরে অভিনেতার ম্যানেজার পূজা দাদলানিকেও ট্যাগ করেছেন সামাজিক মাধ্যমে।

কেউ কেউ অবশ্য অভিনেতার পক্ষেই কথা বলেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘তারা মুখ লুকাতে চাইলেও আপনারা নির্লজ্জের মতো উনাদের পেছনে ঘুরতে থাকেন।’ আরেক শাহরুখ ভক্ত লিখেছেন, ‘তারা যদি ছবি তুলতে না চান, তাহলে আপনারা বিরক্ত করেন কেন?’

শাহরুখ সম্প্রতি নতুন ছবি ‘ডাংকি’র ঘোষণা দিয়েছেন। ছবিটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি। শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy