ক্যানসারকে পরাজিত করে অভিনয়ে ফিরছেন টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

জিয়ন কাঠি’ ধারাবাহিক নায়িকা ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। আবারও পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে, জি বাংলা অরিজিনাল ফিল্ম ‘ভোলে বাবা পার করেগা’-তে অভিনয় করছেন ঐন্দ্রিলা। ক্যানসার থেকে সেরে ওঠার পর এটিই হচ্ছে তার প্রথম সিনেমা। দীর্ঘদিন পর ফেরা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘সমস্ত মন-প্রাণ দিয়ে এটাই চেয়েছিলাম। সেটাই হচ্ছে। আনন্দ যেন ধরে রাখতে পারছি না।’

ক্যানসার আক্রান্ত হওয়ার পর অনেকবার কেমোথেরাপি দিতে হয়েছে। এখনো মাথার চুল ছোট। তবে এ নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি তাকে।

নায়িকা বলেন, ‘ভেবেছিলাম, ছোট চুল নিয়ে সমস্যা হতে পারে। হয়তো পরচুলা পরতে হবে। পরিচালক অভিমন্যু মুখার্জি আশ্বস্ত করেছিলেন, পর্দায় আমাকে আমার মতোই দেখাবেন তিনি।’

সিনেমাটিতে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। ঐন্দ্রিলা বলেন, ‘বাস্তবেও অনির্বাণদা অনেক ভালো। তিনি এতো বড় অভিনেতা অথচ মাটির মানুষ। তার সঙ্গে অভিনয় করে ভীষণ তৃপ্তি পেয়েছি।’

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy