কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাহলে খেয়ে দেখুন লবণজল! তারপর দেখুন ম্যাজিক

সকালে ঘুম থেকে উঠে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে অনেকের। তবে আপনি জানেন কী? এক গ্লাস লবণ জল কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। হজম প্রনালী বা শরীরের সঙ্গে মানানসই নয়,আর যারা দ্রুত খাবার খান তাদের এই সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগে অসুবিধা, অস্বস্তি, পেট ব্যথা, পেট ফোলার সমস্যা হয়ে থাকে। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্যমতে, এ সমস্যা থেকে মুক্তি দিতে পারে লবণজল। লবণ জলের ব্যবহার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এক গ্লাস লবণ জল এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি দিতে বেশ উপকারী।

লবণ জল কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত ব্যক্তির হজম প্রণালী পরিষ্কার করবে এবং তৈরি করবে কার্যকর বিক্রিয়া যা মল সমূলে উৎপাটন করতে সক্ষম। লবণ জল শরীরে জৈব রাসায়নিক প্রক্রিয়ার সুত্রপাত ঘটায়। লবণ প্রাকৃতিকভাবে শরীর থেকে দূষিত উপাদান অপসারণ করে এবং শরীরকে যোগান দেয়।চিকিৎসকরা কোষ্ঠকাঠিন্যের রোগীদের প্রচুর জল পান করার পরামর্শ দেন। কারণ জল একাই কোষ্ঠকাঠিন্যের অস্বস্তি দূর করার জন্য যথেষ্ট সহায়ক।

লবণ জল ব্যবহার
সকালে খালি পেটে লবণ জল ব্যবহার করলে সবচাইতে বেশি উপকার পাওয়া যায়। দিনে অন্যান্য সময়ও তা ব্যবহার করা যায় তবে খেয়াল রাখতে হবে এর আগে এক থেকে দুই ঘণ্টা কিছু খাওয়া যাবে না।

যেভাবে তৈরি করবেন
এক লিটার কুসুম গরম জলে দুতিন টেবিল-চামচ লবণ গুলে নিলেই হয়ে গেল। বেশ ভালো করে নেড়ে লবণ ভালোভাবে জলে গুলে নিতে হবে।লবণজল তৈরি হয়ে গেলে তা দ্রুত পান করে ফেলতে হবে। চেষ্টা করতে হবে ১০ মিনিটের মধ্যে সবটুকু জল পান করে ফেলা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy