কোরান নিয়ে ‘মস্করা’, ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার মডেল

ধর্ম অবমাননার অভিযোগে জনপ্রিয় আফগান মডেল আজমল হাকিকিকে গ্রেপ্তার করেছে তালেবান কর্তৃপক্ষ। গ্রেপ্তার করা হয়েছে আরেক মডেল গোলাম সাখিসহ আজমলের তিন সঙ্গীকেও।

তালেবান সরকারের গোয়েন্দা বিভাগ ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর পক্ষ থেকে আজমল হাকিকিকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে গত বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠায় মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’

এনডিটিভি বলছে—আজমল ও সাখির বিরুদ্ধে কয়েক দিন আগে অর্ন্তজালে ‘হাস্যকরভাবে’ কোরআন পাঠের অভিযোগ উঠেছিল। দুজনেই পরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বিবৃতিতে জানিয়েছিলেন—পবিত্র কোরআন বা ইসলাম অবমাননার কোনো অভিপ্রায় তাঁদের ছিল না। যদি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তাহলে তাঁরা ক্ষমাপ্রার্থী।

একটি আফগান সংবাদমাধ্যমের দাবি—সাখি মানসিক অবসাদের শিকার।

তালেবান শাসিত আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণ হলে মৃত্যুদণ্ডের সাজা হতে পারে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy