কোন ব্যক্তির মৃত্যুর পর আধার-প্যান কার্ড কী করতে হয়? ঝামেলায় পড়ার আগে জেনে রাখুন

ভারতীয়দের জন্য প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি ৷ এটি ছাড়া বেশ কিছু ধরনের কাজ আছে যা করা সম্ভবপর নয় ৷ ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট (Bank Account Open) খোলার বিষয় থেকে বড়সড় ব্যবসা প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ দস্তাবেজ হিসাবে ভীষণ ভাবে প্রয়োজনীয় ৷

ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট (Bank Account Open) খোলার বিষয় থেকে বড়সড় ব্যবসা প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ দস্তাবেজ হিসাবে ভীষণ ভাবে প্রয়োজনীয় ৷ তবে মৃত্যুর পরেও এই কার্ডের সঙ্গে সংযুক্ত কাজ সারাটাও অত্যন্ত জরুরি ৷ কখনও কি ভেবে দেখেছেন মৃত্যুর পরে কী হবে প্যান কার্ডের? তবে মৃত্যুর পরেও এই কার্ডের সঙ্গে সংযুক্ত কাজ সারাটাও অত্যন্ত জরুরি ৷ কখনও কি ভেবে দেখেছেন মৃত্যুর পরে কী হবে প্যান কার্ডের? মৃত্যুর পরে আধার কার্ড ও প্যান কার্ডের কী হবে? এত প্রয়োজনীয় নথির মৃত্যুর পরে কী করা উচিৎ ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট , আয়কর রিটার্নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নথি, এই ধরনের বিভিন্ন অ্যাকাউন্টের জন্য প্যান কার্ড প্রয়োজনীয় ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট , ডিম্যাট অ্যাকাউন্ট , আয়কর রিটার্নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নথি, এই ধরনের বিভিন্ন অ্যাকাউন্টের জন্য প্যান কার্ড প্রয়োজনীয় ৷ ততক্ষণই এই কার্ড সামলে রাখা উচিৎ যতক্ষণ না এই কার্ডের প্রয়োজনীয়তা এক্কেবারে না মিটে যায় ৷ আয়কর রিটার্নের সময় পর্যন্ত প্যান কার্ড গুছিয়ে রাখাটা অত্যন্ত জরুরি ৷

প্রতীকী ছবি ৷ ততক্ষণই এই কার্ড সামলে রাখা উচিৎ যতক্ষণ না এই কার্ডের প্রয়োজনীয়তা এক্কেবারে না মিটে যায় ৷ আয়কর রিটার্নের (ITR) সময় পর্যন্ত প্যান কার্ড গুছিয়ে রাখাটা অত্যন্ত জরুরি ৷ আয়কর দফতরের সেই অধিকার আছে যখন ৪ বছরের পুরনো অ্যাসেসমেন্টকে ফের খুলতে পারে ৷ সেই সময়ে যদি মৃত ব্যক্তির প্যান কার্ড সারেন্ডার করা হয় বন্ধ হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ আয়কর দফতরের (Income Tax Department) সেই অধিকার আছে যখন ৪ বছরের পুরনো অ্যাসেসমেন্টকে ফের খুলতে পারে ৷ সেই সময়ে যদি মৃত ব্যক্তির প্যান কার্ড সারেন্ডার (Pan Card Surrender) করা হয় বন্ধ হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷সেই সময়েই মৃত ব্যক্তির রিফান্ডের (IT refund) টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ ও প্যান কার্ড সারেন্ডার করা হলে আইনি উত্তরাধিকারী পাবেন সেই টাকা ৷ সেই সময়েই মৃত ব্যক্তির রিফান্ডের (IT refund) টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ ও প্যান কার্ড সারেন্ডার করা হলে আইনি উত্তরাধিকারী পাবেন সেই টাকা ৷ মৃত প্যান কার্ড সারেন্ডার করতে হলে অ্যাসেসমেন্ট অফিসারকে (Assessment Officer) চিঠি লিখতে হবে ৷

চিঠিতে লিখতে হবে যে প্যান কার্ড সারেন্ডার (Pan Card Surrender) করা করতে চান, ব্যক্তির নাম (Deceased Name), জন্ম তারিখ (Date of Birth), প্যান নম্বর (Pan Number) উল্লিখিত থাকতে হবে ৷ তার সঙ্গে উল্লিখিত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷ মৃত প্যান কার্ড সারেন্ডার করতে হলে অ্যাসেসমেন্ট অফিসারকে (Assessment Officer) চিঠি লিখতে হবে ৷ চিঠিতে লিখতে হবে যে প্যান কার্ড সারেন্ডার (Pan Card Surrender) করা করতে চান, ব্যক্তির নাম (Deceased Name), জন্ম তারিখ (Date of Birth), প্যান নম্বর (Pan Number) উল্লিখিত থাকতে হবে ৷ তার সঙ্গে উল্লিখিত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র থাকতে হবে ৷যদি মৃত ব্যক্তির প্যান কার্ড সারেন্ডার আবশ্যিক নয় ৷ এমনও হতে পারে ভবিষ্যতে যেকোনও সময়ে প্রয়োজনে আসতে পারে ৷ যদি মৃত ব্যক্তির প্যান কার্ড সারেন্ডার আবশ্যিক নয় ৷ এমনও হতে পারে ভবিষ্যতে যেকোনও সময়ে প্রয়োজনে আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷

মৃত্যুর পরে আধার কার্ডেরও বা কী হবে?
আধার কার্ড (Aadhaar Card) এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি ৷ রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Subsidy) অন্যান্য সরকারি প্রকল্পের সরাসরি ফায়দার জন্য আধার কার্ড (Aadhaar Card)অত্যন্ত প্রয়োজনীয় ৷ মৃত্যুর পরে আধার কার্ডেরও বা কী হবে? আধার কার্ড (Aadhaar Card) এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি ৷ রান্নার গ্যাসের ভর্তুকি (LPG Subsidy) অন্যান্য সরকারি প্রকল্পের সরাসরি ফায়দার জন্য আধার কার্ড (Aadhaar Card)অত্যন্ত প্রয়োজনীয় ৷ আধার কার্ডে একটি ইউনিক নম্বর (Unique Number) থাকে, তাই মৃত্যুর পরেও মজুত থাকে ৷ অন্যকে দেওয়া হয়না ৷ আধার কার্ডে একটি ইউনিক নম্বর (Unique Number) থাকে, তাই মৃত্যুর পরেও মজুত থাকে ৷ অন্যকে দেওয়া হয়না ৷ মৃত্যুর পরে আধার কার্ড নষ্ট করা যেতে পারে? এই প্রশ্নের উত্তর কেন্দ্রের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে কোনও ব্যক্তির মৃত্যুর পরে ডিঅ্যাক্টিভ (Aadhaar Card Deactivate) করা সম্ভব নয় ৷ এই ধরনের কোনও উপায় বা ব্যবস্থা নেই ৷ প্রতীকী ছবি ৷ মৃত্যুর পরে আধার কার্ড নষ্ট করা যেতে পারে? এই প্রশ্নের উত্তর কেন্দ্রের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে কোনও ব্যক্তির মৃত্যুর পরে ডিঅ্যাক্টিভ (Aadhaar Card Deactivate) করা সম্ভব নয় ৷ এই ধরনের কোনও উপায় বা ব্যবস্থা নেই রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া জন্ম ও মৃত্যুর পঞ্জিকরণ ১৯৬৯ সালের নিয়মে সংশোধন UIDAI-এর কাছে পরামর্শ চেয়েছে ৷ যাতে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর আধার কার্ড অধিগ্রহণ করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷ রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া জন্ম ও মৃত্যুর পঞ্জিকরণ ১৯৬৯ সালের নিয়মে সংশোধন UIDAI-এর কাছে পরামর্শ চেয়েছে ৷

যাতে কোনও ব্যক্তির মৃত্যু হলে তাঁর আধার কার্ড অধিগ্রহণ করে থাকেন ৷ কিন্তু আধারের সঙ্গে ডেথ সার্টিফিকেট লিঙ্ক করলে তাঁর মৃত্যুর পরে আধার কার্ড আর যাতে কেউ ব্যবহার না করে সেই বিষয়ে পদক্ষেপ করতে হবে ৷ মৃত ব্যক্তির আধার নম্বর UIDAI-এর সঙ্গে শেয়ার করে সেই নম্বর নিষ্ক্রিয় করার পদ্ধতি গ্রহণ করতে হবে ৷ কিন্তু আধারের সঙ্গে ডেথ সার্টিফিকেট লিঙ্ক করলে তাঁর মৃত্যুর পরে আধার কার্ড আর যাতে কেউ ব্যবহার না করে সেই বিষয়ে পদক্ষেপ করতে হবে ৷ মৃত ব্যক্তির আধার নম্বর UIDAI-এর সঙ্গে শেয়ার করে সেই নম্বর নিষ্ক্রিয় করার পদ্ধতি গ্রহণ করতে হবে ৷

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy