কম বেশি সবাই আমরা মিউজিক জিনিসটাকে পছন্দ করে থাকি। তবে আজকের যুগে ভারতে বেশিরভাগ মানুষ যেই সিঙ্গারের গান পছন্দ করে থাকে তিনি হলেন অরিজিৎ সিং। ১৯৮৭ সালে ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম হয় তার। এবছর ৩৫-এ পা দিলেন অরিজিৎ।এখনও পর্যন্ত অরিজিৎ সিং ৫০০-এর বেশি সিনেমায় হিন্দি গান, ১৫০-বেশি বাংলা ও বাকি বিভিন্ন ভাষায় গান গেয়ে ফেলেছেন।
তার গান শোনার জন্য লোকে পাগল থাকে তাই ডিরেক্টররাও নিজেদের ফিল্মে অরিজিৎ সিংয়ের গান রাখার জন্য উৎসাহী থাকেন।একটি সাক্ষাৎকারে অরিজিৎ নিজে বলেছেন এখনও নাকি তার রেকর্ড করা ৩০০ বেশি গান আছে যা বিভিন্ন সিনেমায় ব্যবহার করা হবে।অরিজিৎ সিং এতো সাধারন ভাবে থাকে তিনি আসলে কোটি কোটি টাকার মালিক কেউ বলবেনই না।
তবে জানেন কি কেন এতো টাকার মালিক হয়েও দাড়ি গোভ কাটেন না এই গায়ক? সম্প্রতি জানা গেলো সেই গোপন তথ্য। একবার কপিল শর্মা শো-এর মঞ্চে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অরিজিৎ সিং। অনেকেরই অনুমান তাহলে কি ব্যস্ততার কারণেই দাড়ি কাটতে পারেন না অরিজিৎ? যদিও এটা আসল কথা নয়, এমনটাই জানালেন অরিজিৎ। যা শুনে অবাক সকলেই।
একগাল হেসে এই গায়ক বলেছিলেন ‛এটা একটা সিক্রেট। আজ বলেই দিচ্ছি। আমি মুম্বাইতে দাড়ি কাটি না। কারণ এখানে অনেক বেশি টাকা লাগে’। আসলে অরিজিৎয়ের কথায় যেখানে বাংলার যেকোন সেলুনে ৪০-৫০ টাকায় দাড়ি কাটা যায় সেখানে মুম্বাইতে ১৫০-২০০ বা তারও বেশি টাকা নিয়ে থাকে। অরিজিৎ সিংহকে সবসময় সাদামাটা ভাবেই দেখা যায়। কখনও হাওয়াই চটি পায়ে, আবার কখনও সাদামাটা পোশাকে ভিড়ের মাঝে।