কেজিএফ ৩ : রকি ভাইয়ের পাশে দেখা যাবে হৃতিককে? শুরু হয়েছে গুঞ্জন

বিশ্বব্যাপী বক্স অফিসে তুফান ছুটিয়েছে কন্নড় স্টার ইয়াশের সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। এ সিনেমার মাধ্যমে সর্বভারতীয় তারকা বনে গেছেন ইয়াশ ওরফে রকি ভাই। এখন সিনেমাটির তৃতীয় কিস্তি নিয়ে চলছে নানান জল্পনা।

মুক্তির ৪৬ দিনে বক্স অফিসে ১,২৩০ কোটি সংগ্রহ করেছে রকি ভাই। নিমার্তারা নিশ্চিত করেছেন, এ সিনেমার তৃতীয় কিস্তি নির্মাণ হবে। এর পরেই গুঞ্জন ছড়ায়, তৃতীয় কিস্তির জন্য বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে সিনেমাটির প্রযোজনা সংস্থা, হোমেবল ফিল্মসের সহপ্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর এক সাক্ষাৎকারে তৃতীয় কিস্তির আপডেট ও হৃতিক রোশনের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন।

এশিয়ানেট নিউজেবলকে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজক বিজয় বলেন, তাঁরা এখনও স্টার কাস্ট নিয়ে আলোচনা করেননি, যিনি ‘অতিরিক্ত যুক্ত’ হবেন সিনেমায়। বিজয় আরও বলেন, ‘কেজিএফ : চ্যাপ্টার থ্রি’ এ বছর হচ্ছে না। তাঁদের কিছু পরিকল্পনা রয়েছে, কিন্তু পরিচালক প্রশান্ত নীল ‘সালার’ সিনেমা নিয়ে ব্যস্ত এবং খুব দ্রুতই ইয়াশ নতুন সিনেমার ঘোষণা দেবেন।

“সে জন্য, তাঁদের সঠিক সময়ে একত্র হওয়া দরকার, যখন তাঁরা ‘কেজিএফ থ্রি’-র কাজ শুরু করার জন্য যথেষ্ট সময় পাবেন। এখন পর্যন্ত, তৃতীয় কিস্তির কাজ কখন শুরু হবে, সে বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট তারিখ বা সময় নেই,” যুক্ত করেন বিজয়।

বিজয় আরও বলেন, ‘তারিখ চূড়ান্ত করার পরে স্টার কাস্ট করার জন্য আমরা আরও ভালো অবস্থায় থাকব। যখন অন্য অভিনেতাদের কাস্ট করার প্রক্রিয়া শুরু হবে; তখন এটাও অবশ্য নির্ভর করবে তাঁদের প্রাপ্যতার ওপর। তৃতীয় কিস্তির কাজ কখন শুরু হবে তার ওপর সবকিছু নির্ভর করছে।’

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy