‘কেজিএফ টু’র সংলাপ দিয়ে ছাপানো হলো বিয়ের কার্ড, নেটদুনিয়ায় ভাইরাল

সিনেমার মূল চরিত্র আল্লু অর্জুনের সংলাপ, স্টাইল ও নাচের মুদ্রা ছিল সিনেপ্রেমীদের মুখেমুখে। এমনকি ভারতে মাধ্যমিকের পরীক্ষার খাতায়ও দেখা মেলেছে পুষ্পার ‘ঝুকেগা নাহি’ সংলাপ।

পুষ্পা ঝড় শেষে এবার ভারতে ভর করেছে স্যান্ডেলউডের আরেকটি সিনেমা কেজিএফ-২।

সিনেমার নাম ভূমিকার অভিনেতা যশের সংলাপ এখন ভারতীয় সিনেপ্রেমীদের মাঝে আলোড়ন তুলেছে।

যশের সিনেমাটি ভারতের দক্ষিণে এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে এক ভক্ত নিজের বিয়ের কার্ডে ছাপিয়ে দিয়েছেন যশের সংলাপ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের একটি পেজে ওই বিয়ের কার্ডের ছবি পোস্ট করা হয়েছে।

সেখানে দেখা গেল, ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ থেকে থেকে যশের সেই জনপ্রিয় সংলাপ – ‘ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স, আই ডোন্ট লাইক ইট, আই এভোয়েড, বাট ভায়োলন্স লাইক মি এ লট, আই কান্ট এভোয়েড’ এর অনুকরণে একটি বক্তব্য।

নিজের বিয়ের কার্ডে লেখা হয়েছে – ‘ম্যারিজ ,ম্যারিজ, ম্যারিজ, আই ডোন্ট লাইক ইট, আই এভোয়েড, বাট মাই রিলেটিভস লাইক ম্যারিজ, আই কান্ট এভোয়েড’।

এর মানে হলো, ‘বিয়ে, বিয়ে, বিয়ে। আমি এটা পছন্দ করি না। আমি এড়িয়ে চলি, কিন্তু আমার আত্মীয়রা বিয়ে পছন্দ করে। তাই আমি এড়াতে পারি না।’

আর এই কেজিএফকে জড়িয়ে এমন সৃজনশীলতা পছন্দ হয়েছে ভারতীয় নেটিজেনদের। যে কারণে বিয়ের কার্ডটি রীতিমতো ভাইরাল।

ভাইরাল হওয়া সেই বিয়ের কার্ডের বর ও কনের নাম চন্দ্রশেখর ও শ্বেতা। দুজনই কর্ণাটকের বাসিন্দা। শিগগিরই বিয়ে হতে চলেছে তাদের। বিয়ের কার্ডটি ভাইরাল করার পাশাপাশি এ হবুদম্পতির আগামী জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন নেটিজেনরা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy