গাড়ি কেনার বিচিত্র শখ আছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। বিশ্ববিখ্যাত নানা কোম্পানির বিলাসবহুল বেশ কয়েকটি গাড়ির মালিকানা তার। গাড়ির সেরা সংগ্রাহক হিসেবে বলিউডে তার আলাদা পরিচিতিও আছে। কিয়ারার গ্যারেজে অডি, এবং মার্সিডিজ থেকে বিএমডব্লিউয়ের মতো বিলাসবহুল ব্র্যান্ডের সব গাড়ি আছে। জেনে নিন এসব গাড়ির মূল্য।
অডি এ এইট এল
কিয়ারা আদভানি গত বছর ডিসেম্বরে ডিলাক্স অডি এ এইট এল গাড়িটি কিনেছেন। এই গাড়ির আনুমানিক মূল্য ১ কোটি ৫৮ লাখ টাকা ।
মার্সিডিজ বেঞ্জ ই-ক্লাস
অভিনেত্রীর সংগ্রহে আছে মার্সিডিজ বেঞ্জ ই-ক্লাস গাড়ি। গাড়িটি তিনি কিনেন ৭১ লাখ টাকা তে।
বিএমডব্লিউ ফাইভ থার্টি
কিয়ারার সংগ্রহে আছে বিএমডব্লিউ ফাইভ থার্টি গাড়ি। এর মূল্য ভারতীয় মুদ্রায় সাড়ে ৭৪ লাখ টাকা । এটি পাঁচ-সিটের বিলাসবহুল সেডান। গাড়িটিকে বিএমডব্লিউ ফাইফ সিরিজের সবচেয়ে দুর্দান্ত গাড়ি হিসেবে ধরা হয়।
বিএমডব্লিউ এক্স ফাইভ
কিয়ারা আদভানিকে প্রায়ই আরামদায়ক পাঁচ-সিটের বিএমডব্লিউ এক্স ফাইভ গাড়িটি নিয়ে ঘুরতে দেখা যায়। এই গাড়ির মূল্য প্রায় ৭৮ লাখ টাকা ।
সম্প্রতি কিয়ারা অভিনীত ‘ভুলভুলাইয়া টু’ ছবিটি ব্যাপক প্রশংসিত হয়েছে। সামনে মুক্তি পাবে তার অভিনীত ‘যুগ যুগ জিও’ ছবি। এই সিনেমায় আরও অভিনয় করেছেন বরুন ধাওয়ান, অনিল কাপুর, নীতু কাপুর।