
সমলিঙ্গের মানুষের প্রতি যাঁরা আকর্ষণ বোধ করেন, তাঁদের অবশ্য আর একটা সমস্যা রয়েছে। হেটেরোসেক্সুয়াল সমস্যার মতোই সেই সমস্যা। কোনও পুরুষ তাঁর প্রতি আকৃষ্ট কিনা এটা বোঝাই যেখানে একটি মেয়ের পক্ষে বেশ কঠিন, সেখানে একজন সমকামী মেয়ে কীভাবে বুঝবেন উলটোদিকের যে মেয়েটিকে তাঁর ভালো লাগছে, সেই মেয়েটিও তাঁর প্রতি একইভাবে আগ্রহী? কিছু চিহ্ন দেখে কিন্তু বুঝে নেওয়া যায়! রইল তারই নিশানা।
উনি কি আপনাকে প্রশংসায় ভরিয়ে দেন?
আপনার ছোট ছোট ব্যাপারেও কি আপনার বান্ধবী দারুণ উচ্ছ্বসিত হয়ে ওঠেন? যা আপাতদৃষ্টিতে কারও নজরে পড়ারই কথা নয়, সে সব ব্যাপারও ওঁর দৃষ্টি এড়ায় না? উনি কি প্রায়ই আপনাকে ‘সুন্দরী’ বা ‘সেক্সি’ জাতীয় বিশেষণে ভূষিত করেন? তা হলে হয়তো উনি আপনাকে কোনও বার্তা দিতে চাইছেন!
আপনার সঙ্গে কথা বলার সময় উনি কি সমকামিতার প্রসঙ্গ তোলেন?
আপনার পছন্দের মেয়েটি যদি আপনার প্রতিও একইভাবে আকর্ষণ বোধ করেন, তা হলে আপনার মতো উনিও একই সংশয়ে ভুগছেন। বুঝে নেওয়ার চেষ্টা করছেন আপনি ওঁর প্রতি আকৃষ্ট কিনা! সে ক্ষেত্রে আপনার সঙ্গে কথা বলার সময় উনি সমকামিতার প্রসঙ্গ প্রায়ই তুলবেন। আসলে বুঝে নিতে চাইবেন সমকামিতা, রূপান্তরকামিতার ব্যাপারে আপনার কী মত!
উনি কি আপনার সঙ্গে সময় কাটাতে চান?
আপনার পছন্দের মেয়েটি কি আপনার সঙ্গে সময় কাটানোর জন্য এমন কিছু করেন যা ঠিক বন্ধুত্বের মতো নয়, বরং তার চেয়েও বেশি কিছু? আপনার জন্য নিজের দৈনন্দিন রুটিনটাই বদলে ফেলা থেকে শুরু করে, নিজের প্ল্যান বাতিল থেকে শুরু করে ভেবেচিন্তে উপহার কেনা, সিনেমা দেখার প্রস্তাব দেওয়ার মতো কিছু? এমনকী আপনি সামান্য অসুস্থ হলেও কি উনি আপনার বাড়িতে চলে যান পাশে থাকার জন্য? তেমন হলে কিন্তু উনি আপনার কাছ থেকে নিছক বন্ধুত্ব নয়, তার চেয়ে আরও বেশি কিছু আশা করছেন!
উনি কি আপনাকে প্রায়ই স্পর্শ করেন?
সাধারণ স্পর্শও কিন্তু জানান দিতে পারে সমলিঙ্গ ভালোবাসার। উনি যদি কথায় কথায় আপনার হাত ধরেন, কাঁধ বা হাঁটু স্পর্শ করেন, চোখে চোখ রেখে তাকিয়ে থাকেন, তা হলে ইঙ্গিতগুলো খুব স্পষ্ট। সে ক্ষেত্রে প্রস্তাবটা দিয়েই ফেলুন! হয়তো চিরকালীন এক ভালোবাসার বাঁধন তৈরি হয়ে যেতে পারে আপনাদের দু’জনের মধ্যে!