কাশ্মীরে শুটিং করতে গিয়ে কষ্ট পেয়েছেন, জানালেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী

তারকাদের জীবন মানে বিলাসিতা আর আনন্দে ভরা; এমন ধারণা কম-বেশি সবার মনেই। কিন্তু আসলেই কি খুব সুখের? উত্তর হলো- না। শুটিং করতে গিয়ে নানারকম বাধা-বিপত্তি পার করতে হয় তাদের। শারীরিক ও মানসিক অনেক কষ্ট সহ্য করে একটি কাজ উপহার দেন তারা।

সে কথাই মনে করিয়ে দিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি জানালেন, ভূস্বর্গ কাশ্মীরে শুটিং করতে গিয়ে কষ্ট পেয়েছেন। বরফের মধ্যে কেবল পাতলা শাড়ি পরে শুটিং করা, ভীষণ কঠিন ছিল বলে জানান অভিনেত্রী।

শুক্রবার (২৭ মে) মুক্তি পেয়েছে শ্রাবন্তী অভিনীত নতুন সিনেমা ‘ভয় পেও না’। এতে তার নায়ক ওম সাহানি। সিনেমাটির গানের শুটিং হয়েছে কাশ্মীরে। ওই শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে শ্রাবন্তী বলেন, ‘গোটা ইউনিট ঠাণ্ডায় কাঁপছে। নায়কও ব্লেজার, জ্যাকেট সমস্ত কিছু পরেছে। আর আমার কস্টিউম একটা ফিনফিনে শাড়ি। কী করব? গানটা দেখতে ভালো লাগতে হবে। স্বপ্নের একটা গান। আর আজীবন দেখে এসেছি মানুষ নায়িকাকে স্বপ্নের মতো সুন্দর দেখতে ভালোবাসে। দেখলে মনে হয় অভিনেতা-অভিনেত্রী, বিশেষ করে অভিনেত্রীদের জীবন খুব সহজ, কিন্তু তা নয়।’

এই সিনেমার সুবাদেই প্রথমবার কাশ্মীরে গিয়ে তুষারপাত দেখেছেন শ্রাবন্তী। তিনি বলেন, ‘এইবার কাশ্মীরে গিয়ে আমি জীবনে প্রথম তুষারপাত দেখলাম। শট দেব কি, আমি তো বরফের সঙ্গে রিল বানাচ্ছি। এই অভিজ্ঞতাটা কোনোদিন ভুলব না। এখনও চোখ বন্ধ করলেই যেন সামনে ভেসে ওঠে সেই বরফে ঢাকা ভূস্বর্গের ছবি।’

ওম সাহানির সঙ্গে জুটি হিসেবে প্রথম কাজের অভিজ্ঞতা জানিয়ে শ্রাবন্তী বলেন, ‘ওমের সঙ্গে আগে একটা সিনেমায় কাজ করেছি। ওটার নাম ছিল ‘হুল্লোড়’। তবে সেখানে আমরা জুটি হিসেবে কাজ করিনি। ওম একজন ভীষণ ভালো মানুষ আর দারুণ শিল্পী। শুধু অভিনয় নয়, দারুণ ছবি আঁকে ও। ওমের কাছে আবদার করেছি, আমার একটা পোট্রেট এঁকে দিতে।’

উল্লেখ্য, ‘ভয় পেও না’ সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন দে। এটি পরিবারকেন্দ্রিক গল্প, তবে রয়েছে ভৌতিক রহস্যের ব্যাপারও।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy